সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ছবির দর্শকদের পছন্দ-অপছন্দ বদলাতে শুরু করেছে। এখন আর হিরো-হিরোইনকে দেখে ছবি চলে না, ছবি চলে গল্পের জোরে। এযুগের প্রযোজক থেকে হল ব্যবসায়ীরা এসব বেশ বুঝে গিয়েছেন। আর ঠিক ‘নায়িকা’ নয়, নতুন মুখ, চরিত্র হয়ে ওঠার চেষ্টাও জারি রয়েছে টলিউডে।
‘মিঠাই’ দিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার এই ধারাবাহিকের পর দর্শকদের মনে গেঁথে গিয়েছে তাঁর অভিনয়। এরপর দেবের সঙ্গেও ছবি করে ফেলেছেন তিনি। আসছে নতুন ছবি ‘১০ জুন !’ এত দিন কাজ নিয়েই ডুবে ছিলেন মিঠাই। কিন্তু বর্তমানে নেটিজেনরা বলছেন, তিনি নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
গত কয়েকদিন ধরেই তিনি সোশ্যাল মিডিয়ায় নানা কথা শেয়ার করে আসছেন। যেখানে তাঁর প্রেমিককে উদ্দেশ্য করে বেশ কিছু দাবি দাওয়া তিনি রেখেছেন। এই যেমন সম্প্রতি তিনি একটি ভিডিয়ো রিল স্টোরিতে ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়াকে তিরুপতি মন্দিরে হাত ধরে পুজো দিতে যাচ্ছেন। এই ভিডিয়ো শেয়ার করেই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। এছাড়াও একদিন আরও একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছিলেন, 'যখনই আমার সঙ্গে দেখা করতে আসবে ফুল নিয়ে আসতেই হবে।’ এমন নানা পোস্ট দেখেই নেটবাসীর অনুমান, মিঠাই মনে হয় প্রেমে পড়েছেন।