ছুটি নিচ্ছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু । একদিন, দু'দিন নয়, ১২ দিনের ছুটি । খুব তাড়াতাড়ি ফিরবেন বলেও জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে । আর তারপর থেকেই হইচই পড়ে নেটমাধ্যমে । অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা । কেন এতদিনের ছুটি নিচ্ছেন অভিনেত্রী, কী হল 'মিঠাই'-এর ? এমন অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে ভক্তদের মনে । এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী । সৌমিতৃষা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, তিনি অসুস্থ। বিছানা থেকে উঠতে পারছেন না । দুই সপ্তাহ তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।
সৌমিতৃষা জানিয়েছেন, কোমরে তাঁর অসহ্য যন্ত্রণা হচ্ছে । ক্যালসিয়ামের অভাব হয়েছে শরীরে । তাই টানা ১২-১৪ দিন তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক । এখন তাঁর ফিজিওথেরাপি চলবে । টানা দাঁড়িয়ে শুটিং করা, বিশ্রাম না নেওয়া, খাওয়া-দাওয়ায় অনিয়ম...সব মিলিয়ে হয়েছে । তাঁর কথায়, "গত দু’বছরে রবিবারেও কাজ করেছি। হালে এক মাস ধরে রবিবারে ছুটি নিচ্ছি। শুটিং করব, এটাই ভাবতাম। খেতেও ভুলে যেতাম। মা বাড়ি থেকে ফল দিয়ে দিত, খেতে ভুলে যেতাম। এই সব কিছুর জন্য এখন ফল ভোগ করছি।"
শেষবারের মতো জুনের দ্বিতীয় সপ্তাহে 'মিঠাই'হবেন সৌমিতৃষা । ধারাবাহিকের শেষ লগ্নে যাতে উপস্থিত থাকতে পারেন, তাই এখনই বিশ্রাম নিয়ে নিচ্ছেন । শেষবারের মতো মিঠাই হওয়ার সুযোগ কিছুতেই হারাতে চান না ।