১ মে ধূমধাম করে চার হাত এক হয়েছে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও সৌম্য বক্সীর । আজ দু'জনের জমজমাট রিসেপশন । তবে প্রথা মেনে ভাতকাপড় হয়েছে বুধবারই । ভাতকাপড়ের অনুষ্ঠান ছিল এলাহি । নববধূর মতো ভারী গয়না ও সবুজ সিল্কের শাড়িতে সেজেছিলেন সুদীপ্তা । কপালে সিঁথি ভর্তি সিঁদুর । একেবারে চোখ ফেরানো দায় । স্ত্রীয়ের হাতে পঞ্চব্যঞ্জন সহযোগে ভাত, শাড়ির থালা তুলে দিয়ে সারাজীবন পাশে থাকার অঙ্গীকার করলেন সৌম্য । এদিন ছেলে-বৌমার পাশে দেখা গেল স্মিতা বক্সীকে । বৌমার মুখ দেখে কী উপহার দিয়েছেন স্মিতা, জানেন ?
সুদীপ্তা এক সংবামাধ্যমকে জানিয়েছেন, শাশুড়ি তাঁকে সুন্দর একটা নোয়া উপহার দিয়েছেন । তাছাড়া, বাড়িতে ঢোকার পর থেকেই নাকি নানানরকম উপহার পাচ্ছেন বক্সী বাড়ির নতুন বৌমা । বুধবার ঘরোয়াভাবে বউভাতের পর বৃহস্পতিবার জমজমাট রিসেপশন । এদিন সুদীপ্তা পরবেন জমকালো লেহেঙ্গা । রিসেপশনে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের হেভিওয়েট নেতারা । নিমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
বিগত বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন সৌম্য-সুদীপ্তা । লকডাউন-এর সময় একাধিকবার বিয়ে পিছিয়েছে, তবে অবশেষে ২০২৩-এর মে মাসেই ধূমধাম করে বিয়েটাও হয়ে গেল । বিয়ের দিন ফিটন গাড়িতে চেপে হাজির হয়েছিলেন সৌম্য । সুদীপ্তা সেজেছিলেন পুরোদস্তুর বাঙালি সাজে । লাল বেনারসি, গলায়-হাতে সোনার ভারী গয়না । অনুষ্ঠানে চেনা ছন্দে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র ।