ঐন্দ্রিলা-সব্যসাচীকে খুব কাছ থেকে দেখেছিলেন যারা, তাঁদের মধ্যে অভিনেতা সৌরভ দাস অন্যতম। ঐন্দ্রিলার অসুস্থতার সময় সব্যসাচীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, শহরে থাকলে হাসপাতালে রাত কাটানো, সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট দেওয়া এ সবই তিনি করেছেন। অভিনেত্রীর মৃত্যুর পর সব্যসাচীকে নিয়ে ছড়ানো ভুয়ো খবরে অত্যন্ত বিরক্ত সৌরভ। আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিলেন ফেসবুকে।
বৃহস্পতিবার রাতে একটি পোস্ট করে বার্তা দেন সব্যসাচী সুস্থ আছেন, তাঁকে নিয়ে যেন গুজব ছড়ানো না হয়। যারা অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন বলে জানান সৌরভ।
ঐন্দ্রিলা হাসপাতালে থাকাকালে একাধিক পোস্ট করেছিলেন সব্যসাচী, ২০ নভেম্বর সকালে সেই সব ডিলিট করে ফেলেন সব্যসাচী। একই দিনে ঐন্দ্রিলার প্রয়াণের পরই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন সব্যসাচী। তারপর থেকেই অভিনেতাকে নিয়ে নানা গুজব রটতে শুরু করে।