মহারাজের ৫০ বছরের জন্মদিন বলে কথা। একেবারে রাজকীয় ঢংয়েই হল তার সেলিব্রেশন। একেবারে ঘড়ির কাঁটা ধরে ঠিক ১২টা বাজার পরেই শুরু হয় সেলিব্রেশন ৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানার পাশাপাশি বন্ধুবান্ধবদের নিয়ে লন্ডনে সময়টা দারুণ কাটল মহারাজের ৷
এ বছর সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডে রয়েছেন ৷ সেখানেই পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন মহারাজ৷ কেক কেটে বন্ধুবান্ধব সহযোগে দারুণ সময় কাটালেন বিসিসিআই সভাপতি।
আরও পড়ুন- Sourav Ganguly's birthday: বিলেতে মহারাজের হাফ সেঞ্চুরির সেলিব্রেশন, নাচলেন 'লন্ডন ঠুমাগদা'র তালে
অন্যদিকে, সৌরভের জন্মদিন নিয়ে বৈঠক হয় সিএবি কর্তাদের। ঠিক হয়, দাদার ৫০তম জন্মদিন পালনকে স্মরণীয় করে রাখবে বাংলার ক্রিকেট বোর্ড। সিএবির পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ৫০ বছরের বিভিন্ন ঘটনা থাকবে সেই ভিডিয়োতে। থাকবে কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত। অভিষেক টেস্টে সেঞ্চুরি, ন্যাটওয়েস্ট ফাইনালে জার্সি ওড়ানো, ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি। সব মুহূর্তই রাখা হবে। যা ঠিক হয়েছে, ইডেনের ভিতরে ও বাইরে দুটি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। শুক্রবার সারাদিন ওই ভিডিও চলবে। যাতে সাধারণ মানুষ রাস্তা থেকে দেখতে পান প্রিন্স অফ ক্যালকাটাকে (Prince Of Calcutta)।