২২ গজের বাইরেও হাফ সেঞ্চুরি হাঁকালেন মহারাজ (Maharaj)। আজ সৌরভ গঙ্গপাধ্যায়ের (Sourav Ganguly) ৫০ বছরের জন্মদিন। তবে এবারের জন্মদিন কাটছে লন্ডনে। প্রি বার্থডে সেলিব্রেশন হয়েছে মাস্টার ব্লাস্টারের সঙ্গে, সে ছবি আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হল মাঝরাতের উদযাপনের ভিডিও। জনপ্রিয় 'লন্ডন ঠুমাগদা'-র সঙ্গে নাচলেন সৌরভ।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ৩১ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপ ভাইরাল। বেশ সপ্রতিভ হয়েই লন্ডনের রাস্তায় নাচছেন দাদা। এর আগে অবশ্য জনপ্রিয় টিভি শো দাদাগিরিতে ডোনার সঙ্গে নাচতে দেখা গিয়েছে মহারাজকে।
Sourav Ganguly's Birthday: 'মহারাজা তোমারে সেলাম'! হাফসেঞ্চুরিতেও সৌরভের দাদাগিরি জারি
সৌরভের জন্মদিন নিয়ে বৈঠক হয় সিএবি কর্তাদের। ঠিক হয়, দাদার ৫০তম জন্মদিন পালনকে স্মরণীয় করে রাখবে বাংলার ক্রিকেট বোর্ড। সিএবির পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ৫০ বছরের বিভিন্ন ঘটনা থাকবে সেই ভিডিয়োতে। থাকবে কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত। অভিষেক টেস্টে সেঞ্চুরি, ন্যাটওয়েস্ট ফাইনালে জার্সি ওড়ানো, ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি। সব মুহূর্তই রাখা হবে। যা ঠিক হয়েছে, ইডেনের ভিতরে ও বাইরে দুটি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। শুক্রবার সারাদিন ওই ভিডিও চলবে। যাতে সাধারণ মানুষ রাস্তা থেকে দেখতে পান প্রিন্স অফ ক্যালকাটাকে (Prince Of Calcutta)।