দাদাগিরির সিজন নাইন শেষ। আর শেষ রাতে আর সকলের সঙ্গে দাদাগিরি (Dadagiri) চললেও ডোনার সঙ্গে সেটি চলল না মহারাজের। বরং ডোনা সৌরভের (Dona-Sourav's Dance at Dadagiri) জমাটি নাচ মাতিয়ে দিল গ্র্যান্ড ফিনালের মঞ্চ।
সোহাগ চাঁদ বদনি ধ্বনি'র তালে নেচে উঠলেন ডোনা। নিজে নৃত্যশিল্পী, যার ধ্যান জ্ঞান নাচ, তিনি ভাল নাচবেন, এতে আর আশ্চর্য কী? কিন্তু দর্শকদের ভরিয়ে রাখল ডোনা সৌরভের রসায়ন। এমনিতে দুজনেই নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তবে দুজনকে একসঙ্গে এমন হালকা মেজাজে পাওয়া যায়না সচরাচর। আর সেই অসম্ভবটাই সম্ভব করে দেখাল দাদাগিরি-র শেষ রাত।
Sovan-Baisakhi: মা অসুস্থ, তাই নিজেই মহাভজের আয়োজন করে শোভনের জামাই ষষ্ঠী উদযাপন বৈশাখীর
সঞ্চালনায় ভীষণ স্মার্ট মহারাজ। কিন্তু নিজের স্বচ্ছন্দের বাইরে গিয়েও ছক্কা হাকাতে পারেন, বুঝিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক। নাচের পাশাপাশি ঠোঁটের কোনে লেগে থাকা আলতো লাজুক হাসিটাই যেন ছিল তারকাখচিত রাতের আসল ইউএসপি।