প্রচারে প্রচারে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, কপিল শর্মা থেকে শুরু করে রোহিত শর্মা, সবাইকে নিয়ে তৈরি হচ্ছে মেগা ব্লক বাস্টার। ছবিতে আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এত বড়- তারকাখচিত ছবি তো ভারতের চলচ্চিত্রের ইতিহাসেই এই প্রথম! কিন্তু সব ভেস্তে দিলেন মহারাজই।
ছবি থেকে সরে দাঁড়ালেন? না! আসলে এ ছিল মিশো নামের এক সংস্থার বিজ্ঞাপনী কৌশল। সংস্থার তরফে উল্লেখ করে দেওয়া হয়েছিল ৪ তারিখ পর্যন্ত বিজ্ঞাপনী প্রচারের কোথাও 'মিশো'র নামোল্লেখ করা যাবে না। ভুলবশত মহারাজের সোশ্যাল মিডিয়া টিম সৌরভের পোস্টার শেয়ার করার পাশাপাশি মিশোর তরফে লিখিত সেই নির্দেশও কপি-পেস্ট করে ফেলে। স্বাভাবিক ভাবেই গোটা রহস্য ফাঁস হয়ে যায়!
ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দীপিকা-রশ্মিকাদের পোস্টার, ভক্তদের আর বুঝতে বাকি রইল না, আসল কথাটা। ভুল বুঝতে পেরে সৌরভের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই অংশ ডিলিট করে নতুন করে আপডেট করা হলেও ততক্ষণে সবাই আসল কথা জেনেই গিয়েছেন।