বিরাট কোহলির বায়োপিক! ইন্ডিয়া টুডে কনক্লেভে এসে বিতর্ক উসকে দিলেন অভিনেতা রামচরণ। সদ্য RRR ছবির অরিজিনাল স্কোরের জন্য অস্কার জিতেছে 'নাটু নাটু'। রামচরণ জানান, বিরাটের সঙ্গে তাঁর বেশ মিল আছে। খেলার প্রতি তাঁর আগ্রহ আছে। বিরাটের চরিত্রে অভিনয় করতে পারলে খুশিই হবেন তিনি।
এদিকে শুক্রবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। মাঠে হঠাৎ 'নাটু নাটু' গানের স্টেপে বিরাটকে পা মেলাতে দেখা যায়। বিরাটের ওই স্টেপ ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। তবে কি রামচরণের ইচ্ছেকেই সম্মতি দিলেন বিরাট!
Sachin Tendulkar: ওয়ানডে ক্রিকেট একঘেয়ে হয়ে গিয়েছে, ফরম্যাট বদলানোর পরামর্শ সচিন তেন্ডুলকরের
রামচরণের প্রস্তাব শুনে কোনও প্রযোজনা সংস্থা এখন বিরাটের বায়োপিক করতে এগিয়ে আসে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের পর বলিউডে কপিল দেবের বায়োপিকে অভিনয় করেছেন রণবীর সিং। বর্তমানে আলোচ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। রামচরণের মন্তব্যে বি-টাউনের হট টপিক বিরাটের বায়োপিক।