জওয়ান! এই মুহূর্তে শুধু এটুকু বললেই টগবগ করে ফুটছে গোটা দেশ। শাহরুখ খানের ছবি বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে মুক্তির ৪ দিনের মধ্যেই। সেই 'জওয়ান'এর স্পেশাল স্ক্রিনিং ছিল মুম্বই-তে। কাদের জন্য? বাস্তবের জওয়ানদের জন্য। সেই ইভেন্টে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অ্যাটলি স্বয়ং।
ভারতীয় সেনাবাহিনী, পুলিশ অফিসার এবং ট্রাফিক পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সেই স্ক্রিনিং এ। পরিচালক অ্যাটলি ছবির সব কৃতিত্বই দিলেন কিং খানকে এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজকে।
টানা সাড়ে চার বছর বড় পর্দায় দেখা যায়নি 'শাহরুখকে'। তারপর ছ'মাসের মধ্যে পাঠান এবং জওয়ান মুক্তির পরই নয়া রেকর্ড গড়ল বক্স অফিসে।