কদিন ধরেই জোর চর্চা চলছে নেটপাড়ায়। রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোনের বিয়ে না কি ভাঙতে বসেছে! বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল রণবীর দীপিকার সম্পর্ক ঠিক যাচ্ছে না। প্রশ্ন উঠছিল তবে কি তারা আর এক ছাদের তলায় থাকবেন না? আসলে এই জুটিকে অনেকদিন এক সঙ্গে দেখাও যায়নি। আর সেকারণেই যেন ঘুম উড়িয়ে গিয়েছিল 'রণদীপ'-এর অনুগামীদের।
কিন্তু এই জল্পনাতে এবার নিজেরাই জল ঢাললেন তারকা জুটি। রণবীরের একটি 'হট' ছবিতে দীপিকার কমেন্ট ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সঙ্গে জিভ বের করা ইমোজি। আর এই কমেন্টেই তিনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন নেটিজেনদের। দীপিকা তো হল তবে রণবীরের মন কী বলছে?
এবার পদ্মাবতীর অন্য একটি ছবিতে দেখা গিয়েছে আলাউদ্দিন খিলজির মিষ্টি। হীরের গয়নায় সাজা দীপিকার ছবিতে রণবীর সিং-য়ের মন্তব্য ‘আমার রানি! সব সময়ই আমার গর্বের বিষয়ও।’ মহানবমীর দিনে তাদের এহেন মিষ্টি কমেন্ট খানিক স্বস্তি দিয়েছে অনুরাগীদের।