ছোটপর্দায় নতুন ধারাবাহিকের যেন উৎসব শুরু হয়েছে! একাধিক নতুন নতুন মেগার পর এবার টলিপাড়ায় জল্পনা চলছে রাজদীপ গুপ্ত ও নবনীতা দাস অভিনীত জুটির নতুন ধারাবাহিক নিয়েও। জানা গিয়েছে, 'স্টার জলসা'র এই নতুন ধারাবাহিকের নেপথ্যে রয়েছেন চিত্রনাট্যকার সাহানা দত্ত। বস্তুত, এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ প্রায় ছয় বছর বাদে ছোটপর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। এতদিন তিনি বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছিলেন। অন্যদিকে, নবনীতা দাসের শেষ অভিনীত ধারাবাহিকটি ছিল 'মহাপীঠ তারাপীঠ'।
এই বিষয়টি নিয়ে আনন্দবাজার অনলাইনকে রাজদীপ গুপ্ত জানিয়েছেন, “এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আমি কিছু বলতে পারব না এই বিষয়ে।”
উল্লেখ্য, এখনও পর্যন্ত এই নতুন ধারাবাহিকের বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলেই জানা গিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে মহালয়ার পরেই।