এপ্রিলে ধুমধাম করে চারহাত এক হল, জুনের শেষে রণবীর-আলিয়া ঘোষণা করেছেন, তাঁদের ঘরে আসতে চলেছে সন্তান। সম্প্রতি বলিউডে জোর জল্পনা, যমজ সন্তানের মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এই খবর ছড়ানোর নেপথ্যে রয়েছেন খোদ রণবীর কাপুুর (Ranbir Kapoor)। হবু বাবার-ই এক মন্তব্যের জেরে শুরু হয়েছে এই জল্পনা।
ফিল্ম কোম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক তাঁকে নিজের সম্পর্কে দু’টি সত্য ও একটি মিথ্যে কথা বলতে বলেন। তখনই অভিনেতা জানান, তিনি একটি মাইথোলজিক্যাল ফিল্মে অভিনয় করছেন, যমজ সন্তানের বাবা হতে চলেছেন আর সিনেমার কাজ থেকে লম্বা বিরতি নিতে চলেছেন।
Brahmastra's song: রণবীর-আলিয়ার দারুণ কেমিস্ট্রি, মুক্তি পেল 'ব্রহ্মাস্ত্র'-এর প্রথম গান 'কেশরিয়া'
নেটিজেনরা ধরেই নিয়েছেন, কাজ থেকে বিরতি নেওয়ার কথাটা মিথ্যে, বাকি দুটো সত্যি।
অন্যদিকে আগামী সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়া অভিনীত প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'কেশরিয়া'।