নতুন স্লটে আসছে জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। বদলে যাচ্ছে সময়ও। রাত আটটার বদলে এবার থেকে 'মিঠাই' সন্ধে ছ'টায়। কিন্তু, গল্প? তার কী হবে? সম্প্রতি চ্যানেলের তরফ থেকে নতুন যে প্রোমো (Mithai Serial New Promo) শেয়ার করা হল তাতে দর্শকদের মনে কৌতুহল আরও বাড়ছে। গল্প এখন এগিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। মোদক পরিবারের সকলে সেই আগের মতনই আছেন। মিঠাই-সিদ্ধার্থের ছোট্ট ছেলে শাক্য একটু বড় হয়েছে। নেই শুধু মিঠাই। ধারাবাহিকে দেখানো হয়েছে মিঠাই মারা গিয়েছে। তার ছবিতে ফুলের মালা টাঙানো রয়েছে।
সারা বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা ধারাবাহিক মিঠাই বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও মিঠাইয়ের সহজ সম্পর্কের সমীকরণকে মাথায় রেখে। এক সুন্দর পরিবারের গল্প, যেখানে পরতে-পরতে জড়িয়ে রয়েছে স্নেহ ভালবাসা হুল্লোর। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সেই সম্পর্কের চেনা সমীকরণ।
গল্পের নতুন টুইস্ট ধারাবাহিকক আবারও টিআরপি'র তালিকাতে শীর্ষে তুলে আনতে পারে কি না, এখন সেটাই দেখার।