ফের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ‘মন ভাঙার’ (Srabanti Chatterjee Break Up) খবর চাউর হতেই চাপানউতর বিনোদন জগতে। তবে ব্রেক আপের খবর রটতেই মুখ খুলেছেন অভিনেত্রী। তৃতীয় স্বামী রোশন সিং-য়ের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী।
তিন তিনবার বিয়ে ভেঙেছে তাঁর, তাই শ্রাবন্তীর সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামতেই চায় না। ব্রেক আপের কথা উড়িয়ে শ্রাবন্তী সাফ জানান, কোনও ব্রেক আপ হয়নি তাদের। একই আবাসনে থাকেন তাঁরা। এমনকি অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও শ্রাবন্তীই।
বন্ধুদের হাউজ পার্টি হোক বা দুর্গাপুজো শ্রাবন্তী কোনও রাখঢাক না রেখেই ঘুরতেন অভিরূপের হাত ধরে। কিন্তু এবার গুঞ্জন উঠেছিল তাদের সম্পর্কেও নাকি তাল কেটেছে। কিন্তু খবর প্রকাশ্যে আসতেই মুখ খুললেন অভিনেত্রী।