কেরিয়ারের শুরুতে তাঁরা ছিলেন বাবা-মেয়ের রোলে, এবার তাঁরা জুটিতে, বলছি শ্রাবন্তী চট্টোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা।
শ্রাবন্তীর(Srabanti Chatterjee) প্রথম ছবি ‘মায়ার বাঁধন’-এ অভিনেত্রীর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। তারপর পেরিয়েছে আড়াই দশক, এবার সায়ন্তন ঘোষালের(Sayantan Ghoshal) আগামী ছবিতে দেখা যাবে তাঁদের অনস্ক্রিন জুটি। স্বামী-স্ত্রী-র ভূমিকায় শ্রাবন্তী আর বুম্বাদা।
সায়ন্তনের পরের ছবির প্রেক্ষাপট লন্ডন। স্বামী স্ত্রীয়ের গল্প, যাদের মধ্যে বয়সের অনেকটা ব্যবধান। পরিচালকের সঙ্গে প্রসেনজিতের এই প্রথম কাজ, শ্রাবন্তী অবশ্য কাজ করেছেন আগে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধানের পর ফের একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ছবির গল্পে তাঁরা স্বামী স্ত্রী, তাঁদের মধ্যে বয়সের ব্যবধান অনেক।