তিনি মহানায়িকা, তাঁর জুতোয় পা গলাতে সাহস পান না সচারাচর কেউ। এবার গলাচ্ছেন, তাও একই সময়ে দুই নায়িকা। ঋতুপর্না সেনগুপ্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তবে একই ছবি নয়, দুই আলাদা আলাদা সাহিত্য নির্ভর ছবি, বঙ্কিম চন্দ্রের দেবী চৌধুরাণী, এবং শরৎ চন্দ্রের দত্তা। বাংলায় দেবী চৌধুরাণী হচ্ছে নতুন আঙ্গিকে, সেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী, অন্যদিকে আসছে নতুন বাংলা ছবি দত্তা, সেখানে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। দুটি ছবিতেই আগে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনকে।
ঋতুপর্ণা বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র, কমার্সিয়াল ছবি একসময়ে চুটিয়ে করলেও এখন মূলত অন্যধারার ছবিতেই দেখা যায় তাঁকে, অন্যদিকে শ্রাবন্তীর কেরিয়ারে বাণিজ্যিক হিট ছবিই বেশি। সমান্তরাল ছবিতে তাঁকে দেখা যায় না খুব একটা। এবার, মহানায়িকার অভিনীত ,চরিত্রে কে বেশি সুবিচার করেন, তা দেখার অপেক্ষায় দর্শক।