লাল পাড় সাদা শাড়ি পরে তারাপীঠে পুজো দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোমবার মন্দিরে পুজো দেওয়ার এই বিশেষ ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
কিছুদিনের মধ্যেই 'দেবী চৌধুরানী'র শুটিং শুরু হবে। ইতিমধ্যেই কখনও ডাকাত রানি আবার কখনও সাদামাটা প্রফুল্লর লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ফলে, অনুরাগীরা মনে করছেন ছবির শুটিং শুরু হওয়ার আগে মাতৃ আরাধনা করতে তারাপীঠে পুজো দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন - 'Let us go then, you and I', সব জল্পনার ইতি, বিয়ের ছবি শেয়ার পরমের