শুক্রবার একাধিক প্রতারণার অভিযোগ উঠেছিল টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নামে। মধ্যমগ্রাম থানায় অভিনেত্রীর নামে দায়ের হয়েছিল মামলা। এবার মুখ খুললেন শ্রাবন্তী। প্রথমেই ঘটনায় বিরক্ত প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, বহুদিন জিমের সঙ্গে তিনি যুক্ত নন। জিম খোলার সময় তিনি ছিলেন ঠিকই, কিন্তু বহুদিন হল সেই যোগাযোগ ছিন্ন হয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। এমনকি নেই কোনও পয়সাকড়ির লেনদেনও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল জিমের নামে টাকা তুলেছিলেন তিনি।
Draupadi Murmu: অসম সফরে গিয়ে যুদ্ধবিমান সুখোইয়ে উড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
উল্লেখ্য, মধ্যমগ্রামের স্টার মলে গতবছর নভেম্বর মাসে একটি জিম খোলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই জিম নিয়ে পোস্টও করেন তিনি। জানা গিয়েছে, আনোয়ার, অভিষেক এবং সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন তিনি। যারা ভর্তি হয়েছিলেন তাঁদের থেকে সারা বছরের সাবস্ক্রিবশনের মোটা অংকের টাকা ও জমা নেওয়া হয়েছিল। অভিযোগের, এরপর কাউকে কিছু না জানিয়ে জিম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গচ্ছিত টাকাও ফেরত পাওয়া যায়নি।