৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিট পর্যন্ত ছিল শিবরাত্রির তিথি। এই দিনে মেয়ে-বৌয়েরা সারাদিন উপোস থেকে, শিবের মাথায় জল ঢেলে পুজো দেন। শুক্রবার রাত থেকেই চলছে শিবরাত্রির পুজো। শিবরাত্রিতে মহাদেবের মাথায় জল ঢেলেছেন টলিপাড়ার তারকারাও।
নীলাম্বরী শাড়িতে ফুল বেলপাতা হাতে লাইনে দাঁড়িয়ে, শিবের মাথায় দুধ-জল ঢেলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ।
Sandipta Sen: আগুনের ত্রিশূল হাতে 'দুর্গা' বন্দনা সন্দীপ্তার,বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়িতে জানালেন আমন্ত্রণ
টাফ সিডিউল থেকে সময় বাঁচিয়ে, মিমি চক্রবর্তীও উপোষ থেকেছিলেন শিবরাত্রির। সাদা সালোয়ারে ফুল বেলপাতা, ৫ ফল সহযোগে, মহাদেবের মাথায় জল ঢেলেছেন মিমি। করেছেন জপ-ও।