সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজা— দুই জোড়া ভাইবোনের গল্প নিয়ে টলিপাড়ায় আসছে নতুন ছবি। এদিকে অভিনয় করছেন নাকি টলিউডের অন্যতম চর্চিত কাপল বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়। এটা কেমন হল? আহা, ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন না তাঁরা।
অভিমন্যুর বোন পূজাকে ভালবাসে সম্রাট আর অন্য দিকে আবার অর্চনা-অভিমন্যুর প্রেম। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নতুন ছবির নাম ‘হাঙ্গামা ডট কম’। চারটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, এবং বনি-কৌশানী। বোঝাই যায় ছবিতে শ্রাবন্তী-বনি এবং ওম-কৌশানী রয়েছেন ভাই-বোনের চরিত্রে।
পরিচালক জানিয়েছেন, একেবারে মন ভাল করে দেওয়া কমেডি গল্প বলবে এই 'হাঙ্গামা ডট কম। ২৮ অক্টোবর থেকে শুরু ছবির শুটিং। শুটিং-এর কিছুটা হবে উত্তর কলকাতায় কিছুটা কালিম্পং-এ। আগামী ফেব্রুয়ারি-মার্চেই মুক্তি পেতে পারে ছবিটি।