বঙ্কিম সাহিত্য 'দেবী চৌধুরাণী' নিয়ে সিনেমা, সিরিয়াল তো হয়েছে একাধিক । অনেক অভিনেতা-অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করেছেন ঠিকই । কিন্তু, দেবী চৌধুরাণী চরিত্রে দাগ কেটেছিলেন একজনই । তিনি সুচিত্রা সেন । প্রায় ৫০ বছর পর বড় পর্দায় আবারও আসছে দেবী চৌধুরাণী । সুচিত্রার ছবিরই রিমেক । পার্থক্য হল এবার সুচিত্রার বদলে শ্রাবন্তী ।
একটা সময় যে চরিত্রের জন্য আইকনিক হয়েছিলেন সুচিত্রা, সেই চরিত্রে শ্রাবন্তীকে কি মেনে নিতে পারবে বাঙালি ? আর্দশ দেবী কি হয়ে উঠতে পারবেন অভিনেত্রী ? আরও একটি বিষয় এই প্রথম সুচিত্রার কোনও সিনেমার রিমেক হচ্ছে । মোটের উপর দেবী চৌধুরাণী হয়ে ওঠা বড় চ্যালেঞ্জের হতে চলেছে শ্রাবন্তীর কাছে ।
সালটা ১৯৭৪ । মুক্তি পায় দীনেন গুপ্তর কালজয়ী ছবি দেবী চৌধুরাণী । নাম ভূমিকায় অভিনয় করে,দেবী চৌধুরাণী হয়ে সকলের মন জয় করে নিলেন সুচিত্রা সেন । সেইসময় তাঁকে না পেয়ে সত্যজিৎ রায় আর অন্য নায়িকাকে নিয়ে দেবী চৌধুরানী করার কথা ভাবেননি।এখন ২০২৩ সাল । আবারও বড় পর্দায় আসছে দেবী চৌধুরাণী । নাম ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় । বড়পর্দায় দেবী চৌধুরাণী হয়ে সুচিত্রার জুতোয় পা গলানোর সাহস এর আগে বোধ হয় কোনও অভিনেত্রী করেননি । যা করে দেখালেন শ্রাবন্তী । তিনি কতটা সফল হবেন, সুচিত্রার মতোই দাগ কাটকে পারবেন কি না, সেটা তো সময়ই বলবে ।
দেবী চৌধুরাণী হয়ে ওঠার জন্য অভিনয়ের পাশাপাশি শরীরচর্চাতে মন দিয়েছেন শ্রাবন্তী । লাঠি চালানো, তরোয়াল চালানো, ঘোড়ায় চড়াও শিখতে হচ্ছে । দেবী চৌধুরাণী চরিত্রে শ্রাবন্তীকে পুরোপুরি ঢুকে যেতে হবে বলেই জানিয়েছেন শুভ্রজিৎ। ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এছাড়া এই প্রথম একসঙ্গে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী-সব্যসাচী চক্রবর্তী। ২০২৪-এ মুক্তি পাবে ছবিটি।