হাতে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র। খুব শিগগির পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। না, বড় পর্দায় না। বরং ওটিটিতে হবে সেই কাজ। রাহুল মুখোপাধ্যায়ের 'দেবী' ওয়েবসিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।
চরিত্রের নাম দেবযানী, যিনি পেশায় একজন পুলিশ অফিসার। তবে 'দেবী'র শুটিং শুরু হতে এখনও সময় লাগবে। চলতি বছরে শুরু হবে 'দেবী চৌধুরানী'র শুটিং, সেখানেও নামভূমিকাতেই আছেন তিনি। এত দিন রোম্যান্টিক চরিত্রেই বেশি শ্রাবন্তীকে দেখেছে দর্শক, এবার পরপর ঐতিহাসিক চরিত্র, তারপর আবার পুলিশের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
Jawan Box Office Collection: টানটান ভারত-পাক ম্যাচও শ্লথ করতে পারল না জওয়ানের বিজয়রথ
আগামী বছরের শুরুতে শুটিং শুরু দেবীর। হইচই-তে মুক্তি পেতে পারে 'দেবী'।