কথায় আছে, এজ ইস জাস্ট আ নম্বর । শ্রীলেখার (Sreelekha Mitra's Birthday) কাছেও বয়স কেবলই একটা নম্বর । আজ, ৩০ অগাস্ট তাঁর জন্মদিন । দেখতে দেখতে ৫০টা বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী । সোমবার রাত ১২টায় কেক কেটে নাচে-গানে জমিয়ে পার্টি করলেন শ্রীলেখা (50th Birthday of Sreelekha) । সেসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ।
৫০ বছরের জন্মদিন, তাই সেলিব্রেশন তো হবেই । এদিন, তাঁর বেহালার অ্যাপার্টমেন্টেই পার্টি হল জমিয়ে । শ্রীলেখার (Sreelekha Mitra) বন্ধু ও আপনজনেরা এই পার্টিতে উপস্থিত ছিলেন । আড্ডা, নাচে -গানে খাওয়া-দাওয়ায় জমে ওঠে পার্টি । এদিন ‘পুষ্পা’ ছবির বিখ্যাত ‘ও আন্তাভা’ গানের তালে নাচলেন শ্রীলেখা । ট্যাকিলা শটসে চুমুক দিয়ে রাত ১২টায় কেক কাটলেন অভিনেত্রী । তারপর লাইভে এসে বেশ কয়েকটা কথা বলেছেন অভিনেত্রী । তিনি জানিয়েছেন, ৫০ বছরে পা দিয়ে তিনি এক্কেবারেই বুড়িয়ে যাননি । মনে করেন বয়সটা কেবলই একটা নম্বর মাত্র । বয়স লুকিয়ে রাখতে তিনি ভালবাসেন না । বরং তিনি প্রশ্ন করেছেন, কেন কেউ বয়স লুকোয় । কেন নিজের বাড়ন্ত বয়স নিয়ে খোলাখুলি কথা বলতে চায় না কেউ ?
আরও পড়ুন, Bipasha-Karan: যেন মেয়ে হয়, চাইছেন বিপাশা-করণ, মাতৃত্ব উপভোগ করেই কাজে ফিরবেন বং বিউটি
তবে, জন্মদিনের দিন বাবাকে খুব মিস করছেন শ্রীলেখা । তাঁকে ছাড়া এই প্রথম জন্মদিন পালন করছেন শ্রীলেখা । সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি দিয়ে শ্রীলেখা লেখেন, “বাবা তোমায় ছাড়া জন্মদিন… এই প্রথম… চাইনি করতে, হয়ে গেল… হয়তো তুমি চেয়েছিলে…।”
শ্রীলেখার হাতে এখন পরপর বেশ কয়েকটি কাজ রয়েছে । সম্প্রতি, তাঁর ও শিলাজিতের ছবি ‘ভূতে বিশ্বাস করেন?’-এর ট্রেলার মুক্তি পেয়েছে । ২০২১ সালে অংশুমান বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘১২ সেকেন্ডস’ (12 Seconds) নামের শর্ট ফিল্মে জুটি বেঁধেছিলেন শিলাজিৎ-শ্রীলেখা। তারপর নতুন এই সিনেমায় দেখা যাবে দু’জনকে।