হাতে চ্যানেল করা। হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে শ্রীলেখা। এমন ছবি দেখে উদ্বিগ্ন শ্রীলেখা-অনুরাগীরা। কী হয়েছে অভিনেত্রীর? স্পষ্টভাবে তা জানা যায়নি। তবে, ফেসবুকের দেওয়ালে তিনি লিখেছেন, ছোট দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই প্রয়োজন একটা ছোট অস্ত্রোপচারের। তবে জানালেন, চিন্তার কোনও কারণ নেই কারণ চিকিৎসকেরা যত্ন নিয়ে তাঁর দেখভাল করছেন। অভিনেত্রীর আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এত কিছুর মাঝেও ‘হ্যাপি ডক্টরস ডে’ জানাতে ভোলেননি শ্রীলেখা মিত্র।
চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখভাল করছেন। আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শ্রীলেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্ত। অভিনেত্রী পথ দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই কিছু ঘটে গিয়েছে? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।