তিনি স্পষ্ট কথা বলতে ভালবাসেন। সোশ্যাল মিডিয়াতেও নিজের বক্তব্য নিয়ে কোনও লুকোছাপা করেন না। সামাজিক থেকে রাজনৈতিক- সব বিষয়েই তাঁর পোস্ট একইরকম সচল। বুধবার 'রোশনি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২'-এর পুরস্কারপ্রাপকদের তালিকা নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেন অভিনেত্রী। যেখানে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'এবং ছাদ'-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জ্বলজ্বল করছে। পোস্টটি শেয়ার করে তিনি তারপর লেখেন- '...নন্দিতা চন্দ বা তপতী দাস এই পুরস্কারটি পেলে আমি আরও খুশি হতাম। কারণ, তাঁরা এই পুরস্কারে যোগ্য। এত কিছুর পরেও ২-৫ লাখ টাকা কেউ দেবেন না, জানি। আমার পেয়ারের কোনও মন্ত্রী-সান্ত্রী নেই'।
ওয়াকিবহালমহলের মতে, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডি হেফাজতে থাকার ঘটনার দিকেই আঙুল তুলেছেন তিনি।
রাজনৈতিক মঞ্চ বা মিছিলে কোথাও তাঁর দেখা মেলে না। শাসক দলের সঙ্গে তাল মিলিয়ে চলেন না বলেই কাজ নেই, দাবি অভিনেত্রীর। আপাতত স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরির দিকেই মন দিয়েছেন শ্রীলেখা। তৈরি করছেন অ্যান্থোলজি। ‘এবং ছাদ’-এর পর তৈরি করবেন ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’।