ইরানের জীবন, সেখানকার সামাজিক-রাজনৈতিক সমস্যাগুলো ফ্রেমবন্দি করে তথ্যচিত্র বানিয়েছেন কলকাতার তরুণী শ্রীময়ী সিং। সেই ছবিই এবার প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
ছবির নাম ' অ্যান্ড টুওয়ার্ডস হ্যাপি অ্যালাইজ'। ইরানে দীর্ঘকাল থেকে ছবি বানিয়েছেন শ্রীময়ী। সে সময় ভিনদেশে গাইডের কাজ করেছেন বিশ্ববিখ্যাত পরিচালক জাফর পানাহি। তাঁর জীবনের অনেকটাও ধরা রয়েছে এই তথ্যচিত্রে।
শ্রীময়ী যাদবপুর বিশ্ববদ্যালয়েরর ফিল্ম স্টাডিজ-এর ছাত্রী ছিলেন, পিএইচডি -এর বিষয় ছিল ইরানি ছবি।
শ্রীময়ীর ছবি কিন্তু ইতিমধ্যে বার্লিন সহ একাধিক দেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।