টিআরপি টপার নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে একের পর এক ট্যুইস্ট। দত্ত বাড়িতে নয়, জেলে কাটাতে হবে সৃজনকে । ধারাবাহিকের নয়া প্রোমোতে সেরকমই দেখা গিয়েছে । এর আগে প্রকাশিত প্রোমোতে দেখা গিয়েছে ঈষার চক্রান্তে এমনই হাল হতে চলেছে সৃজনের। এদিকে দুর্ঘটনার জেরে স্মৃতিভ্রষ্ট হয়েছে হয়ে যান দত্তবাড়ির বউ পর্ণা। এর জেরেই ফের সব স্মৃতি হারিয়ে কলেজ জীবনে ফিরে যায় পর্ণা। তাঁর স্মৃতি ফিরিয়ে আনতে এদিকে মরিয়া সৃজন।
Panchayat-Delhi Police: 'সাবাস সচিব জি', পঞ্চায়েতের দৃশ্যকে হাতিয়ার করে দিল্লি পুলিশের সতর্কবাণী
সম্প্রচারে দেখানো হবে, কলেজের ছাত্র সংগঠনের ছাত্র নেত্রী হিসেবে হাজির হয় ঈষা। ফের সেখানে পর্ণার মুখোমুখি হয় সে। এদিকে, কলেজে কাপল ডান্সের প্রতিযোগিতায় পর্ণার সঙ্গে পারফরমেন্সের জন্য পিজি ফার্স্টইয়ারের ঋতম পর্ণাকে প্রস্তাব দেয়। কিন্তু সৃজন কি আর তা মানতে পারে? তাই ডান্স কম্পিটিশনের পর্ণার সঙ্গে স্টেজে ওঠে সৃজনই।