প্রকাশ্যে এল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম পরিচালিত ছবি, 'মানবজমিনের' অফিসিয়াল টিচার। মাত্র ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারের 'মনরে কৃষি কাজ জানো না' রামপ্রসাদের এই গানটি ভেসে আসে। যে গানের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তনের।
ছবির টিজারেই বোঝা যায় ইহকাল এবং পরকাল নিয়ে এই ছবি। শুরুতেই দেখা যাচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করছেন, 'চিরটা কাল ইহকালের কাজ করলাম পরলোকের কথা ভেবে। অথচ ইহকালটা দেখতে পেলাম না।'
এরপর দেখা যায়, দু'জন স্বর্গের জমি বিক্রি করতে এসেছেন তাঁকে। এরপর দেখা যায়, ছেলের চরিত্রটি অর্থাৎ পরম্ব্রতর আক্ষেপ, তাঁর বাবা স্বর্গে জমি কিনতে চলেছেন, অথচ বাচ্চাদের স্কুলের জন্য টাকা দিতে নারাজ। তবে, এমন অলীক বিষয় নিয়ে বাবা ছেলের সম্পর্কের সংঘর্ষ নিয়েই ছবি কি না তা এখনও পরিষ্কার হয়নি।
শ্রীজাতের পরিচালনায় এই ছবির টিজার দেখে অনেকেই মনে করছেন কবির লেখালেখি এতদিন যাঁদের মুগ্ধ করেছিল, এবার কবির পরিচালনা দেখেও মুগ্ধ হবেন তাঁরা।
দীপাবলীর রাতে কবি জানিয়েছিলেন, ২০২৩-এ আসছে, কবি পরিচালিত ছবি মানবজমিন। অবশেষে রানা সরকার প্রযোজিত শ্রীজাত পরিচালিত এই ছবি টিজারটি প্রকাশ্যে আসে।
এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, পরম্ব্রত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়। ছবির গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং। সুরকার জয় সরকার। ছবিতে রয়েছে রামপ্রসাদ সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান।