প্রথম পরিচালিত ছবি । তাই,যেমন একদিকে আনন্দও রয়েছে, তেমনই একইসঙ্গে উত্তেজনা, ভয়ও কাজ করছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Banerjee) মধ্যে । তবে,প্রিমিয়রের দিন বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে । এক সংবাদমাধ্যমকে শ্রীজাত জানিয়েছেন, তাঁর প্রথম প্রিমিয়র । আর তার অভিজ্ঞতাও দারুণ । আর এই প্রিমিয়রে হাজির হয়েছিলেন পরিচালকের শিক্ষক-শিক্ষিকারা ও ছোটবেলার বন্ধুরা । যা তাঁর কাছে বড় পাওনা বলে উল্লেখ করেছেন শ্রীজাত । উল্লেখ্য, ইতিমধ্যেই 'মানব জমিন' (Manab Jamin) নিয়ে দর্শকদের মধ্যে ভালই সাড়া পাওয়া গিয়েছে ।
সম্প্রতি, 'মানব জমিন'-এর প্রিমিয়র হয়ে গেল । সেখানে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলী থেকে শ্রীজাত-র শিক্ষক-শিক্ষিকা, বন্ধুরা, মা ও স্ত্রী । শ্রীজাত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,'আমায় ছোট থেকে যাঁরা পড়িয়েছেন, তাঁরা এত উৎসাহ নিয়ে আমার ছবি দেখতে এসেছেন, এটা আমার কাছে বিশাল বড় পাওনা । আমার ছোটবেলার বন্ধুরা, পাড়ার বন্ধুরাও এসেছেন । এর থেকে ভাল আর কিছু হয় না।'
আরও পড়ুন, Dev : 'বাঘাযতীন'-এ দেবের বিপরীতে নতুন মুখ, নায়িকা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী !