একই সময়ে ব্যোমকেশ বক্সির একই গল্প নিয়ে ছবি একই ইন্ডাস্ট্রিতে। পরিচালক-প্রযোজকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এমনটা হওয়ার কথা নয়।
প্রথমে দেব ঘোষণা করলেন দুর্গ রহস্য আসছে বড়পর্দায়, সেখানে তিনি ব্যোমকেশ এর চরিত্রে, ছবির পরিচালক বিরসা দাসগুপ্ত। সৃজিত নতুন ছবি পোস্ট করে জানালেন তিনিও আনছেন দুর্গ রহস্য! টলিপাড়ায় ব্যোমকেশ কে নিয়ে এমন টানাটানি! এবার লোকেশন নিয়েও প্রতিদ্বন্দিতা। দেব-বিরসার টিম ইতিমধ্যে শুটিং এ পৌঁছেছেন মধ্য প্রদেশে। ওদিকে সৃজিত নাকি শুট করতে চলেছেন উত্তর প্রদেশে।
সৃজিতের দুর্গরহস্যে ব্যোমকেশ সত্যবতীর চরিত্রে অনির্বাণ, সোহিনী। অজিতের চরিত্রে অভিনয় করবেন রাহুল বন্দ্যোপাধ্যায়।