একটা সময় সৃজিত মুখার্জি মানেই ছিল পুজোর রিলিজ। মাঝে কিছু বছর সেই ট্রেন্ড থেকে বেরিয়েছিলেন পরিচালক। কামব্যাক করলেন 'দশম অবতার'এর মতো ছবি দিয়ে। পুজোয় মুক্তি পাওয়া চারটি বাংলা বিগ বাজেটের ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করল তাঁরই ছবি। ছবির সাকসেস পার্টিও হল জমিয়ে।
যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া এহসান, ছবির কাস্টিং ছিল তারকাখচিত। আরও বেশি তারাদের মেলা ছিল ছবির সাকসেস পার্টিতে। বাংলা বিনোদন জগতের হু'জ হুদের কেউই প্রায় বাদ যাননি এদিন।
সৃজিত নিজেই জানালেন, এ যাবত পুজোয় তাঁর ১০ টি ছবি মুক্তি পেয়েছে, দশটিই দারুণ হিট।