এ বড় সুখের সময়, চারিদিক উত্তাল বিচারের দাবিতে। পুজোর মেজাজও অন্যান্য বারের থেকে এবছর অনেকটাই ফিকে। সুদিনের অপেক্ষায় তাকিয়ে বঙ্গবাসী। এর মধ্যেই, “বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি” নিয়ে “তাসের দেশে প্রথম উঁকি..” দিলেন দেব-রুক্মিনীরা। প্রকাশ্যে বহু প্রতীক্ষিত ছবি ‘টেক্কা’র টিজার।
প্রথম ঝলকেই চোখ কচলে দেখে নিতে হল টলিউডের সাংসদ অভিনেতা দেবকে, ততোধিক নতুন চমক দিলেন রুক্মিনীও। দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়য়ের মতো তাবড় অভিনেতারা। দেবের মুখে শোনা গেল বেশ কিছু সংলাপ, "এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো" আবার কখনও তিনি বলছেন "তোমরা আমাদের কথা ভাবো কোনোওদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই"
টিজারের শুরুতেই দেখা যায়, একটি বাচ্চাকে অপহরণ করে ছুটে পালাচ্ছেন দেব। তাঁকে ধরতে মরিয়া পুলিশ রুক্মিণী। পালিয়ে বাঁচতে বন্দুক হাতে তুলে নিয়েছে সে। শেষমেশ তাঁকে কবজা করতে পারবে পুলিশ? সেই উত্তর দিতেই এই পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা।
তাসের দেশে ইরা ও মায়ার ছবি আগেই সামনে এসেছিল এরপর ইকলাখ রূপে নয়া অবতারে প্রকাশ্যে আসে দেবের ফার্স্ট লুক। বাংলায় পুজোর রিলিজ মানেই সৃজিত মুখোপাধ্যায়। গত পুজোয় তাঁর তুরুপের তাস ছিল '২২ শে শ্রাবণ'-এর প্রিকোয়েল 'দশম অবতার'। এ বছর পুজোয় আসছে 'টেক্কা'। সৃজিত এই প্রথম দেব-রক্মিণী জুটিকে নিয়ে সিনেমা করছেন ।