সৃজিতের ‘সাপ-মোচন’। সহজ করে বলা যাক? দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন সৃজিত-মিথিলার পরিবারে এসেছে একজন নতুন সদস্য, তাঁদের আদরের পোষ্য ‘উলুপী’। না কোনও কুকুর, বিড়াল বা পাখি নয় টলিপাড়ার প্রথম সারির এই পরিচালক পুষছেন একটি সাপ। পরিচালকের সাধের সাপ দেখতে বহুদিন অপেক্ষা করতে হল দর্শকদের।
নারী দিবসের দিনেই উলুপীকে প্রকাশ্যে আনলেন সৃজিত। বালিশের তলায় গুটিয়ে আরাম করছে উলুপী। পোষ্যের ছবি শেয়ার করে সৃজিত ক্যাপশনের জন্য ধার করলেন কবীর সুমনের লাইন। ‘‘তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’’।
Alor Kole Serial : শিবের মাথায় নয়, আদিত্যকে 'শান্ত' করতে আদিত্যর মাথাতেই জল ঢালল রাধা, ভাইরাল প্রোমো
উল্লেখ্য, সুদূর কলোম্বিয়া থেকে এই পাইথনটি আনিয়েছেন পরিচালক। নাম রেখেছেন উলুপী। 'উলুপী'র অর্থ নাগকন্যা। যার উল্লেখ রয়েছে মহাভারত, বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে।