প্রবাদ আছে ‘আমে দুধে মিশে গেলে, আঁটি গড়াগড়ি খায়’, নেটিজেনদের অবস্থা এখন খানিক আঁটির মতোই। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ব্যোমকেশ নিয়ে দেব এবং সৃজিতের তরজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন সকলে। কিন্তু বৃহস্পতিবারেই চমক দিলেন বাংলার দুই তারকা। জুলফিকারের পর ফের জুটি বাঁধতে চলেছেন দেব এবং সৃজিত। তাঁর আগাম ঘোষণা করলেন উভয়েই।
নায়িকা হিসেবে থাকছেন রুক্মিণী মৈত্র। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৃজিত আবার লিখেছেন ‘খেলা হবে’। এদিকে একই সময়ে একই গল্প নিয়ে পর্দায় আসছে দুই ব্যোমকেশ। বিরসার ব্যোমকেশ দেব এবং সৃজিতের অনির্বাণ। এই সবের মাঝেই দুজনের সারপ্রাইজ খানিক অবাক সকলেই।