সৃজিত মুখোপাধ্যায়ের মুখে দেবের ভূয়সী প্রশংসা। একই গল্প নিয়ে একই সময়ে পর্দায় ‘ব্যোমকেশ’ এনেছিলেন সৃজিত এবং দেব। কিন্তু পরবর্তীকালে, তাঁদের ‘বন্ধুত্ব’ কেড়েছে শিরোনাম। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘টেক্কার শ্যুটিং শেষ করেছেন অভিনেতা দীপক অধিকারী। ছবিতে দেবের সহ-অভিনেত্রী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায় (Swastika Banerjee) ।
সাম্প্রতিক একটি ইন্টারভিউতে, সৃজিতের গলায় উঠে এল দেবের গুণগান। তিনি জানালেন, নিজেকে ভেঙে গড়ে অভিনেতা হিসেবে আগের থেকে অনেক বেশি পোক্ত হয়েছেন দেব। দেবের অভিনয় এতটাই ইম্প্রেসিভ যে, সেটে তা দেখতে দেখতে সংলাপ ভুলেছিলেন টলিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়-ও।
Ritabhari-Abir: 'অ্যাকশন', শুরু হয়ে গেল আবীর-ঋতাভরীর 'বহুরূপীর' শ্যুটিং
উল্লেখ্য, দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিং সবেমাত্র শেষের ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর দেব এখন ব্যস্ত ‘খাদানের’ শ্যুটিং-এ।