পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলার পরিবারে নতুন সদস্য। এই খুশির খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক। যে পোস্ট ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।
পরিচালকের পরিবারে কে এই নতুন? খোঁজ নিয়ে জানা গেল, বাড়িতে একটি পোষ্য নিয়ে এসেছেন সৃজিত। না, কোনও সারমেয় নয়। সাপ অর্থাৎ পাইথন পুষেছেন সৃজিত।
সুদূর কলোম্বিয়া থেকে এই পাইথনটি আনিয়েছেন পরিচালক। নাম রেখেছেন উলুপী। 'উলুপী' নাগকন্যা। যার উল্লেখ রয়েছে মহাভারত, বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে।
আরও পড়ুন - রাজের পরিচালনায় পর্দায় বাবা মিঠুন! 'প্রজাপতি'র রসায়ন রচনায় দেবের বিকল্প কে?
তবে, বাড়িতে কী পাইথন পোষা যায়? টলিপাড়া সূত্রের খবর, বন দফতরের অনুমতি নিয়েই উলুপীকে বাড়িতে রেখেছেন তিনি। তবে, আপাতত কোনও ছবি পোস্ট করেননি পরিচালক।