Tota-Srijit : সৃজিত মুখোপাধ্যায় উন্মাদ ! বললেন টোটা, পোস্ট শেয়ার করে কী বললেন পরিচালক ?

Updated : Mar 09, 2023 12:52
|
Editorji News Desk

পুরনো দিনের একটি সিনেমায় স্টান্টের ছবি শেয়ার করে স্মৃতিতে ডুবে গিয়েছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) । 'নাচ নাগিন নাচ'-এর শুটিংয়ের মাঝে স্টান্ট নিয়ে অক্ষয় কুমারের সঙ্গে তুলনা করায়, চুমকি চৌধুরীর উপরে শূন্যে ডাইভ মেরে ডিগবাজি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তিনিও পারেন । সাম্প্রতিক একটি পোস্টে সেসব পুরনো দিনের কথাই লিখেছিলেন টোটা ।  একইসঙ্গে পোস্টে উঠে আসে বর্তমান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কথা । তাঁর মতো নাকি সৃজিতও (Srijit Mukherji) উন্মাদ । পরিচালককে 'সহ উন্মাদ' বলে উল্লেখ করেছেন । কিন্তু কেন এমন বললেন টোটা ? অভিনেতার কথায়, স্টান্টম্যান তৈরি থাকা সত্বেও, আমাকেই আদেশ করবেন যে  খাদে লাফ মারতে হবে । একেবারে মজার ছলে সৃজিতের প্রশংসাই করেছেন টোটা । সম্প্রতি, টোটার এই পোস্ট শেয়ার করে সৃজিত তাঁর ফেলুদার প্রতি কতটা গর্বিত, তা ব্যক্ত করেছেন ।

টোটা সৃজিৎ সম্পর্কে লেখেন, "ক্বচিৎ কদাচিৎ সমগোত্রীয় সহ-উন্মাদের পাল্লায় পড়তে হয়  (পড়ুন: সৃজিত মুখার্জি) যিনি, স্টান্টম্যান তৈরি থাকা সত্বেও, আমাকেই আদেশ করবেন যে  খাদে লাফ মারতে হবে। আর শুধু লাফ মারলেই চলবে না, মাথাটা খাদের দিকে করে পড়তে হবে এবং পড়েই ক্যামেরার দিকে মুখ ঘুরিয়ে, ঝোপের উপর দিয়ে উল্টো ডিগবাজি খেয়ে, ঠিক গড়িয়ে পড়ার প্রাক্ মুহূর্তে খপ্ করে  ডালপালাগুলো খামচে ধরে ঝুলে থাকতে হবে এবং সেটা গোটা সাত-আষ্টেকবার বার করতে হবে যাতে পর্বত,বন ও অন্তরীক্ষ থেকে নানান অ্যাঙ্গেলে শটগুলো নেওয়া যায় । এইধরনের ঝুঁকিপূর্ন  পরিস্থিতিগুলোতে পুরনো বিদ্যেটা বড়ই কাজে আসে ।" মনের মতো হলে পরিচালক যখন শিশুর মত হাততালি দিয়ে ওঠেন, তখন সব চোট, আঘাত সার্থক বলে মনে হয় টোটার । 

আরও পড়ুন, Gauri Khan : মোটা টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট, শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের
 

পুরনো ফাইল পরিষ্কার করতে গিয়ে ‘নাচ নাগিনী নাচ রে’ সিনেমার একটি ছবি খুঁজে পান টোটা । সেই নিয়েই একটি পোস্ট করেন টোটা । অঞ্জন চৌধুরী পরিচালিত ছবির কোরিওগ্রাফার ছিলেন ওমপ্রকাশ । তিনিই তখন টোটাকে নায়িকা চুমকি চৌধুরীর মাথার উপর দিয়ে গোলকিপারের মত ডাইভ্ মেরে শরীরটা শূন্যে ভাসিয়ে দিয়ে হাতের উপর পড়েই ডিগবাজি খাওয়ার পরামর্শ দেন । দ্বিধায় ছিলেন টোটা । ওমপ্রকাশ বলেন অক্ষয় কুমার হলে এক কথায় করে দিত । এতেই জেদ চেপে যায় টোটার । সকলের বারণ সত্ত্বেও শটটি দেন অভিনেতা । প্রথম শটের পারফেক্ট বলেছিলেন টোটা । কিন্তু, নিজেকে প্রমাণ করতে একবার নয় বারবার ওই শট দেন । সেইসময়ের কথাই পোস্টে উল্লেখ করেন টোটা ।

Srijit MukherjiTollywoodtota roychowdhury

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন