চলতি বছরটা যেন তারই। প্রায় প্রতি মাসে এসেছে একটা করে রিলিজ। কোনও মাসে একের বেশিও। বলছি বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) কথা। এখন অবশ্য টলিউডের (Tollywood) পাশাপাশি বলিউডেও (Bollywood) সমান ব্যস্ত সৃজিত।
গত মাসে মুক্তি পেয়েছে সৃজিতের দুটি হিন্দি ছবি। একটি তাপসী পান্নু (Tapasee Pannu) অভিনীত, ভারতের প্রাক্তন মহিলা অধিনায়ক মিতালী রাজের বায়োপিক সাবাশ মিঠু (Sabaash Mithu), অন্যটি পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত শেরদিল (Sherdil)।
বক্সঅফিসে দারুণ কিছু ব্যবসা করতে পারেনি দুটি ছবির কোনোটিই। তবে নেটফ্লিকসে মুক্তি পাওয়ার পরই সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে দুটি ছবিই। শুধু সেরা দশ বললে ভুল বলা হবে, প্রথম তিনে থাকা ছবির তালিকায় এক নম্বরে শেরদিল, তিনে সাবাশ মিঠু।
খুশির সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন পরিচালক নিজে।