সৃজিত মুখোপাধ্যায় ঠিক আছেন৷ তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই৷ সোস্যাল মিডিয়ায় নিজেই এই খবর দিয়েছেন পরিচালক। ফলে আপাতত নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা।
মঙ্গলবার আচমকা বুকে ব্যাথা অনুভব করেন সৃজিত৷ সন্দেহ হয়, তাঁর হৃদযন্ত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে৷ স্ত্রী মিথিলা তখন সৃজিতের সঙ্গে ছিলেন না। খবর পেয়ে চলে আসেন তিনি।
সোস্যাল মিডিয়ায় সৃজিত জানান, অন্য দিনের মতোই কাজকর্ম করার পরিকল্পনা ছিল৷ কিন্তু হৃদযন্ত্র অন্য কথা বলছে৷ খানিকটা হেঁয়ালিমাখা এই পোস্টের পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা।
পরে অবশ্য সকলকে উদ্বেগমুক্ত করেন পরিচালক নিজেই৷ চেক আপ সেরে তিনি লেখেন, "আমার প্রতি শুভ কামনার জন্য সকলকে ধন্যবাদ৷ ডাক্তার জানিয়েছেন, হৃদযন্ত্রের অবস্থা আমার টুইটার হ্যান্ডেল বা ফেসবুক প্রোফাইলের মতো নয়। হৃদযন্ত্রে কোনও ব্লক নেই।"