নায়িকাকে ২ মাস সময় দিলেন পরিচালক। তার মধ্যে ওজন বাড়িয়ে 'শেপে আসতে হবে'। একরকম হুমকিই দিলেন সৃজিত মুখোপাধ্যায়। ব্যাপার কী? আর নায়িকাই বা কে?
সৃজিতের পরের ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। তাতেই নায়িকা সৌরসেনী মৈত্র। তাঁকেই রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সৃজিত, বলেছেন 'প্যাঁকাটি' থাকা চলবে না, দু মাস সময় হাতে, ওজন বাড়াতে হবে।
Indian Food Safety: মশলায় ক্যানসারের বীজ! বেবিফুডে অতিরিক্ত চিনি! ভারতে খাদ্যপণ্য কতোটা নিরাপদ?
পরিচালক অবশ্য মজার ছলেই বলেছেন, আর সৌরসেনীও রসিকতা করে বলেছেন তিনি তো ফ্যাট-ই, মানে যাকে বলে প্রিটি, হট এন্ড টেম্পটিং।’’ যদিও নায়িকার কথায় কান দিতে রাজি নন পরিচালক।
বিশ্ববিখ্যাত নাটক টুয়েল্ভ অ্যাংরি মেন নিয়ে পর্দায় সিনেমা বানাচ্ছেন সৃজিত, নাম 'সত্যি বলে সত্যি কিছু নেই', তাতেই অভিনয় করছেন সৌরসেনী মৈত্র।