বাংলায় এখন গোয়েন্দারাজ। একেন বাবু, ব্যোমকেশ, মিতিন মাসি, দীপক চ্যাটার্জি, একের পর এক গোয়েন্দা ছবি/সিরিজ হল আর ওটিটি দাপিয়ে বেড়াচ্ছে, এ সবের মাঝে সৃজিতের গোয়েন্দা সিরিজের হলটা কী? বহুদিন আগেই শোনা গিয়েছিল সত্যজিতের ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে সিরিজ হবে। তারপর কী হল?
এই মুহূর্তে সৃজিত দেব এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত, এ কথা ঠিক, কিন্তু এ বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে তা নিয়ে কেনও সন্দেহ নেই। সৃজিতের সিরিজে ফেলুদা হবেন টোটা রায়চৌধুরী (ফেলুদা), অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন। মূল গল্প কাশ্মীরের প্রেক্ষাপটে। তাই শুটিংয়ের জন্য ভূস্বর্গেই পাড়ি দেবে ফেলুদা টিম। সিরিজ়ের প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।
এর আগে আড্ডাটাইমসে সৃজিতের ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং হইচইতে ‘দার্জিলিং জমজমাট’বেশ হিট হয়েছে।