বরাবর তিনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ। এই নিয়ে কটাক্ষের শিকার হতে হয় প্রায়ই। ট্রোলের তালিকায় নতুন সংযোজন, সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ইংরেজি হরফে বাংলা লেখা। এবং সেখানে w-র ঘনঘন ব্যবহার। ১ বৈশাখের শুভেচ্ছাবার্তাও পরিচালক পোস্ট করলেন ইংরেজি হরফে, এবং w- ব্যবহার করেই।
খানিকটা মজা, খানিকটা শ্লেষ মিশিয়ে সৃজিত নববর্ষের ইংরেজি বানান এ w- রেখেছেন, এবং জোর দিয়ে বলেছেন, তিনি ঠিক বানান-ই লিখেছেন। এর আগে একাধিক বার শুধু w - র বহুল ব্যবহারের জন্য ট্রোল্ড হতে হয়েছে পরিচালককে। নেটপাড়ায় অনেকেই এখন তাঁকে চেনেন - 'w'দা বলে।
ছেলের স্কুলের সামনে ঠায় অপেক্ষায় অরিজিত সিং! স্টারডমকে তোয়াক্কা না করা গায়কে মুগ্ধ নেটপাড়া
দার্জিলিং জমজমাটের শুটিং এর সময় নানা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন সৃজিত। তখন থেকেই বিতর্কের শুরু।