দু সপ্তাহেই ফেলুদা টিমের র্যাপ আপ! পোস্ট করে জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার কাশ্মীর থেকে ফেরার পালা। শুটিং শেষ 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর। ওটিটি তে খুব শিগগির মুক্তি পাবে সেই সিরিজটি।
সৃজিতের সিরিজে এবারেও ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন। মূল গল্প কাশ্মীরের প্রেক্ষাপটে। দু সপ্তাহ ধরে চলল সিরিজের শুটিং।
Nusrat Jahan-Mimi Chakraborty: তারকা প্রচারকদের নাম কমিশনকে পাঠাল তৃণমূল, নাম নেই মিমি, নুসরতের
এর আগে আড্ডাটাইমসে সৃজিতের ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং হইচইতে ‘দার্জিলিং জমজমাট’বেশ হিট হয়েছে।