সাধারণত উল্টোটাই ঘটে। তবে এবার বাংলা ছবির রিমেক হল তেলুগুতে, তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। ভিঞ্চিদা ছবির অফিসিয়াল রিমেক সদ্য মুক্তি পেল তেলুগুতে, নাম রাবণসূর।
পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সুখবরটি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ছবি 'ভিঞ্চি দা'। মাত্র ৪ বছরের মধ্যেই তেলুগুতে মুক্তি পেল তার অফিসিয়াল রিমেক।
KKR Celebration in Hotel: গুজরাতের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়, আমেদাবাদের হোটেলে নাইটদের উদযাপন
সম্প্রতি সৃজিত জানিয়েছেন, আসছে ২২ শ্রাবণ এবং ভিঞ্চিদার প্রিকোয়েল।