অরুণ কুমার চট্টোপাধ্যায়। নাহ, এই নামে তেমন পরিচিত নন। একটা নাম বলা যাক, তাহলে অন্য উত্তম কুমার! এ তো শুধু নাম নয়, বাঙালির কাছে এ তো একটা আবেগ। সেই মহানায়ক বড়পর্দায় ফিরছেন ৪২ বছর পর। এও কী সম্ভব? সম্ভব করেছেন বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'অতি উত্তম'।
মহানায়ককে হারিয়ে রিক্ত হয়েছে বাংলা ছবির জগত, সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়, তাহলে এবার বড় পর্দায় কোন উত্তম? আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে উত্তম কুমারের নানা ছবির দৃশ্য থেকে কেটে কেটে সিনেমার আস্ত একটা চরিত্র তৈরি করে ফেলেছেন সৃজিত, বাংলা ছবিতে প্রযুক্তির এমন ব্যবহার এই ই প্রথম।
Sukanta Majumdar: 'মাফলারের পর হাওয়াই চটি', কেজরি গ্রেফতার হতেই মমতাকে বিঁধলেন সুকান্ত
ছবির নানা চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায়দের।