সৃজিত মুখোপাধ্যায়ের কি বিশ্রামের প্রয়োজন পড়ে না? টলিউডের ফার্স্ট বয়ের কর্মব্যস্ততা দেখলে তো তেমনটাই মনে হওয়া স্বাভাবিক। এখন তিনি একটি ছবির শুটিং করছেন৷ মার্চে শুরু করবেন আরেকটি ছবির শুটিং। তার মধ্যেই সৃজিত নাকি আরও একটি ছবির পরিকল্পনা করে ফেলেছেন!
আপাতত দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন সৃজিত। মার্চ মাসে তাঁর নতুন ফেলুদা সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিং শুরু হবে। শুটিং করতে কাশ্মীরে যাবেন পরিচালক। সবমিলিয়ে ব্যস্ততা চূড়ান্ত। কিন্তু তার ফাঁকেই পরবর্তী ছবির পরিকল্পনা সারা। জুন মাসে শুরু হতে পারে সেই নতুন ছবির শুটিং।
জানা গিয়েছে, সৃজিতের নতুন ছবিটি অন্যধরণের থ্রিলার। প্রধান চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ। ইন্ডাস্ট্রির একাংশের জল্পনা, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিঞ্চি দা’ ছবির সিক্যুয়েলের পরিকল্পনা করছেন সৃজিত৷ তবে আরেকটি অংশের মতে, এটি 'ভিঞ্চি দা'র সিক্যুয়েল নয়। ইতিমধ্যেই নাকি অভিনেতাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন পরিচালক।
যতদূর জানা গিয়েছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন কৌশিক গঙ্গোপাধ্যায়। মহিলা চরিত্রে কে থাকবেন তা এখনও স্থির হয়নি।