মনফাগুন ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে ছোটপর্দায় দেখা যায়নি সৃজলাকে। মাঝে কবিতার বই লিখেছেন। বেশ কয়েক মাসের বিরতির পর আবার নতুন ধারাবাহিকে দর্শকদের প্রিয় 'পিহু'।
বিরতি শেষে তাহলে কি আবার ছোটপর্দায় কামব্যাক অভিনেত্রীর? না, বরং অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে, দিব্যি দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন সৃজলা।
পুরোদমে কাজে ফেরেননি নয়। বরং, গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে তাঁর। ‘হরগৌরি পাইস হোটেল’। ধারাবাহিকে দোল উৎসবের বিশেষ এপিসোডে থাকছেন সৃজলা। এবং সেই কথা তিনি নিজেই জানিয়েছেন প্রোমোতে।