২০২৩ সালে পরপর তিনটি সুপারহিট ছবি উপহার দিয়ে, জমকালো কামব্যাক করেন কিং খান। দিন কয়েক আগে তাঁর দল KKR জিতে ফিরেছে IPL জয়ের ট্রফি। অনুরাগীরা অপেক্ষায়, শাহরুখের পরবর্তী ছবি কবে আসছে?
সম্প্রতি আসন্ন ছবি নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন শাহরুখ, তবে সুনির্দিষ্ট গোপনীয়তা বজায় রেখেই। জানা যাচ্ছে, ‘কিং’ শিরোনামের একটি ছবিতে কাজ করতে চলেছেন শাহরুখ। যেখানে তাঁর সহ অভিনেত্রী হিসাবে দেখা যাবে সুহানা খানকে।
শাহরুখ কান ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদাপূর্ণ পিয়েরে অ্যাঞ্জেনিক্স এক্সেল লেন্স পুরস্কার পাওয়ার জন্য চিত্রগ্রাহক সন্তোষ সিভানকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন, সেই ভিডিয়োতেই তাঁর পাশে ‘কিং’ শিরোনামের স্ক্রিপ্ট নজর কাড়ে অনুরাগীদের। অনুরাগীরা ধরেই নিয়েছেন, এভাবেই হয়ত আসন্ন ছবির আনঅফিসিয়াল ঘোষণা করে দিলেন কিং।