জল্পনা ছিল বহুদিন ধরেই। এবার সেই জল্পনাতেই সরকারিভাবে সিলমোহর দিলেন 'কিং' স্বয়ং! আসছে শাহরুখ খানের (Shah Rukh Khan film 'Jawan') অ্যাকশন-নির্ভর ছবি 'জওয়ান'। রেড চিলিজ এন্টারটেনমেন্টের (Red Chilies Entertainment) প্রযোজনায় এবং দক্ষিণী ছবির জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরিচালনায় (Atlee direction) এই ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। এই ছবির অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি পাওয়ার পরেই উন্মাদনা ছড়িয়ে পড়ে শাহরুখ খানের অগণিত ফ্যানদের মধ্যে।
টিজারে দেখা যাচ্ছে গোটা মুখে ফেট্টি বেঁধে দগদগে ক্ষত নিয়ে বন্দুক লোড করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তারপর ক্যামেরার দিকে মুখ তুলে নিজের অনন্যসাধারণ ভঙ্গিমায় বলে উঠছেন একটাই শব্দ- 'রেডি'!
আরও পড়ুন: রূপঙ্করের মন্তব্যকে সমর্থন করি না, ফেসবুক পোস্টে মন্তব্য 'মিও আমোরে'র
শোনা যাচ্ছে, এই ছবিটিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) দ্বৈত চরিত্র। ২০২৩ সালের জানুয়ারিতে আসছে যশরাজ ফিল্মসের 'পাঠান', ওই একই বছরের ডিসেম্বরের রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের ছবি 'ডানকি'র কথাও ঘোষণা করা হয়েছে মাসখানেক আগেই। বাকি ছিল অ্যাটলির এই ছবিটিই। সেই 'জওয়ান' এর টিজার ('Jawan' announcement teaser) মুক্তি পাওয়ার পর শাহরুখ-ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন- 'আগামী বছর কি তাহলে হতে চলেছে বাদশার'ই"?